Saturday, September 7, 2024

নিকাহ্ রেজিস্ট্রার সঞ্চয় সমিতি দিনাজপুর এর ১বছর পূর্তি উপলক্ষে বাৎসরিক আলোচনা সভা, নয়নপুর, সদর দিনাজপুর ।



 

আলহামদুলিল্লাহ, ছোট ছোট বালুকনা বিন্দু বিন্দু জল,, গড়ে তোলে মহাদেশ সাগর ও অতল এই প্রতি পাদ্যটি সামনে রেখে আজকের এই দিনে আমাদের নিকাহ রেজিস্ট্রার সঞ্চয় সমিতি দিনাজপুর এর যাত্রা শুরু, সবার ঐকান্তিক প্রচেষ্টায় সততার সহিত আমাদের প্রতিষ্ঠান টি পরিচালিত হয়ে আসছে, মহান আল্লাহ তায়ালা আমাদের কাংখিত মনোবাসনা পূরন করে এই কামনা করছি।   আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআনুল কারীম পাঠ করেন জনাব মাওলানা কাজী মো: মিজানুর রহমান, এরপর সভাপতির অনুমতিক্রমে সভার পরিচালনার কাজ শুরু করেন কোষাধক্ষ্য জনাব হামিদুল ইসলাম, শুরুতে মহান আল্লাহতায়ালার শুকরিয়া আদায় করেন, এবং ঐতিহাসিক  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনায় গত বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন, এবং পরবর্তীতে সমিতিকে কিভাবে আরো বেগবান করা যায় সে বিষয়ে বিবিধ আলোচনা করেন, আমাদের এই উদ্যোগটি জানতে পেরে জনাব কাজী আ,ব,ম আশেকুর রহমান সাহেব সদস্য হতে আগ্রহী হলে সবার অনুমোদন ক্রমে সমিতির নিয়ম অনুযায়ী তিনি নিকাহ্ রেজিষ্ট্রার সঞ্চয় সমিতির সদস্য পদ লাভ করেন। বিবিধ আলোচনা শেষে সবার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমিতির   সভাপতি জনাব কাজী মো:ফয়জার রহমান,সদর, সহ-সভাপতি, জনাব কাজী মো: মিজানুর রহমান,সদর ,সাধারণ সম্পাদক জনাব কাজী মো: মনোয়ার হোসেন,সদর, জনাব কাজী মো:আনিছুর রহমান, সদর, জনাব কাজী মো: হামিদুল ইসলাম,সদর, জনাব কাজী মো: আবুল বাশার, সদর, জনাব কাজী মো: খাইরুল ইসলাম,বীরগঞ্জ, জনাব কাজী মো: আব্দুর রহমান,বীরগঞ্জ, জনাব কাজী মো: আব্দুল হামিদ,বোচাগঞ্জ, জনাব কাজী মুহা: শোহরাব হোসাইন, বোচাগঞ্জ, জনাব কাজী মো:ওয়াজেদ আলী,পার্বতীপুর, জনাব কাজী মো: সাইফুল আলম, পার্বতীপুর।  আজকের বাৎসরিক মিটিং এর ছবি





No comments:

Post a Comment