Monday, September 9, 2024

যে কারণে রিজিক বৃদ্ধি হয় না


 রিজিকের আভিধানিক  অর্থ জীবিকা খাদ্য।  তবে রিজিকের ব্যাপক অর্থ । ভাত, রুটি , ফল মূল যেমন রিজিক, শারীরিক সুস্থতাও তেমনি অনেক বড় রিজিক। ভালো কাজে মহান আল্লাহ তায়ালা যেমন বান্দার রিজিক বৃদ্ধি করে দেন, তেমনি কিছু মন্দ কাজ করলে রিজিক সংকীর্ণ করে দেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারন হলো -

পাপ কাজে লিপ্ত হ‌ওয়াঃ ভালো কাজে মহান আল্লাহ তায়ালা যেমন খুশি, তেমনি বদ‌ ও মন্দ কাজে আল্লাহ তায়ালা নাখোশ হন। এবং রিজিকের সংকীর্ণতা করে দেন। 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন -'সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুষ্কাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তাকদির পরিবর্তন হয়না ‌। মানুষ পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ ঃ৪০২২

প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় না করা ঃ সব মানুষ আল্লাহ তায়ালার অফুরন্ত নিয়ামতের সাগরে ডুবে আছি, সেসব নিয়ামতের শুকরিয়া আদায় করা আবশ্যক। শুকরিয়া আদায় করলে আল্লাহ তায়ালা রিজিক বৃদ্ধি করে দেন। মহান আল্লাহ তায়ালা বলেন - যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে অবশ্যই আমি তোমাদের রিজিক বৃদ্ধি করে দেব;আর যদি অকৃতজ্ঞ হ‌ও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর। সূরা ইবরাহিম:৭

হারাম উপার্জন  ‍করাঃ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃএ পৃথিবীর ধন দৌলত সুমিষ্ট। যে ব্যক্তি তার সৎভাবে গ্রহণ করবে এবং সৎভাবে ব্যায় করবে, তা তার জন্য খুবই উপকারী হবে।আর যে অন্যায় ভাবে গ্রহন করবে, সে ঐ ব্যক্তির মতো যে খেতে থাকে; কিন্তু পরিতৃপ্ত হয় না। বুখারী শরীফ -৬৪২৭

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমীন 

No comments:

Post a Comment