Life is beautiful when both are understanding
Welcome To Noyonpur Kazi Office Dinajpur কাজী অফিস বাংলাদেশের যে কোন এলাকার নাগরিক ও প্রবাসী বাংলাদেশীগণ কাজী অফিস থেকে তাদের বিয়ে ও তালাক রেজিষ্ট্রি করতে পারেন । শরীয়া ও পারিবারিক আইন, তথ্য, নলেজ এবং টেকনোলজি ব্যবহারে নয়নপুর কাজী অফিসের সুনাম দীর্ঘদিনের । কাজী অফিস এর অনলাইন ও ফ্রি কনসালটেশন সার্ভিস একটি জনপ্রিয় সেবা হিসেবে ইতোমধ্যে জনসাধারণের নিকট প্রসিদ্ধি লাভ করেছে । kazi office noyonpur নামে এর একটি facebook page এবং website-এ সমৃদ্ধ একটি নিউজ বুলেটিন (ব্লগ) রয়েছে । এখান থেকে বিয়ে-তালাক সংক্রান্ত যাবতীয় পরামর্শ ও আইনী ব্যাখ্যা পেয়ে উপকৃত হচ্ছেন দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকগণ । বিদেশে ভ্রমন,সেটেলমেন্ট এবং সিটিজেনশীপের জন্য আইন ও পররাষ্ট্রমন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ বিদেশী এম্বাসীগুলোর নির্দেশনা অনুযায়ী অসংখ্য ম্যারেজ এবং ডিভোর্স সার্টিফিকেট প্রদান করে আমরা প্রতিনিয়ত অগণিত প্রবাসীভাই-বোনদের ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি ।দেশে এবং বিদেশে আইন ব্যবসায় নিয়োজিত (সিটিজেন ও ফ্যামেলী আইন প্রাকটিশনার ) আইনজীবী এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশী দূতাবাসগুলোর নিকট কাজী অফিস বিডি একটি দক্ষ ও নলেজ বেইজড অনলাইন রেজিষ্ট্রি অফিস হিসেবে পরিচিত । এসব স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য, আন্তরিক রিসেপশন, পেশাগত দক্ষতা এবং টেকসই প্রযুক্তির ব্যবহারে কাজী অফিস বিডি আধুনিকতার প্রশ্নে আপোষহীন।আমাদের প্রদত্ত নির্ভুল এবং সঠিক পদ্ধতির ম্যারেজ ও ডিভোর্স সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্ট যাচাই ( verify) করতে এসে বিদেশী এম্বাসীগুলোর প্রতিনিধিগণ ভাষাগত করেসপন্ডেন্সেও দারুন স্বাচ্ছন্দবোধ করেন । নয়নপুর কাজী অফিসে বিয়ে করতে কি কি লাগে? ১. বরের বয়স ২১ বছর হতে হবে । ২. কনের বয়স ১৮ বছর হতে হবে। ৩. বয়স এবং ঠিকানা যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র (NID)/ পাসপোর্ট/ জন্ম নিবন্ধন/এস এস সি পরিক্ষার রেজিঃ কার্ড এর যে কোন একটির ফটোকপি লাগবে। ৪. চার’জন স্বাক্ষী (মুসলমান হতে হবে)। ৫.বিবাহের একজন উকিল লাগবে ।
Welcome To Noyonpur Kazi Office Dinajpur
১. বরের বয়স ২১ বছর হতে হবে ।
২. কনের বয়স ১৮ বছর হতে হবে।
৩. বয়স এবং ঠিকানা যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র (NID)/ পাসপোর্ট/ জন্ম নিবন্ধন/এস এস সি পরিক্ষার রেজিঃ কার্ড এর যে কোন একটির ফটোকপি লাগবে।
৪. চার’জন স্বাক্ষী (মুসলমান হতে হবে)।
৫.বিবাহের একজন উকিল লাগবে ।
ধন্যবাদ
ধন্যবাদ
ReplyDelete