Tuesday, September 3, 2024

আদর্শ পুরুষের কতিপয় বৈশিষ্ট্য




ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন আদর্শ পুরুষের কতিপয় বৈশিষ্ট্য;-


১.যে পুরুষের মাঝে আল্লাহর ভয় আছে,আছে উত্তম চরিত্র এবং যার চোখ-জিহবা সংযত -সে আদর্শ পুরুষ।


২.যে পুরুষ নিজ চরিত্র বিনয় ও লজ্জার গুণের সমম্বয় করে।


৩.যে পুরুষ শত ব্যস্ততা ও বিরুপ পরিস্থিতিতেও নিজ পিতা-মাতা,আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর হক আদায় করে।এবং এর পাশাপাশি তার স্ত্রী ও সন্তানকেও যথেষ্ট সময় দিয়ে থাকেন।


৪.যে পুরুষ স্ত্রী,পরিবার এবং পরিবারের বাইরেও সচ্চরিত্রবান ও নীতিবান।


৫.আদর্শ পুরুষ প্রয়োজনের অতিরিক্ত বেশি কথা বলে না।এতে করে তার মাঝে একধরনের ভাব-গাম্ভীর্যতা বজায় থাকে।সাথে সাথে তারা স্পষ্টভাষীও হয়ে থাকে।


৬.আদর্শ পুরুষ অহংকারী,হিংসুক,বদমেজাজি ও কঠোর প্রকৃতির হয় না।পাশাপাশি প্রবল রাগের সময়ও তা নিয়ন্ত্রণ করতে পারে।


৭.আদর্শ পুরুষ গাইরাতবৈশিষ্ট ও আত্মসম্মানবোধসম্পন্ন হয়ে থাকে।


৮.আদর্শ পুরুষ হবে ধৈর্যশীল,শৌর্য-বীর্য ও বীরত্বের অধিকারী এবং মেহনতি।এ ছাড়াও আদর্শ মুমিন পুরুষ বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রেই শক্তিশালী হয়ে থাকে।অক্ষম এবং দুর্বল হয় না।


৯.আদর্শ পুরুষ কখনো দুর্বলদের দূর্বলতার সুযোগ নেয় না।কাউকে ধোঁকাও দেয় না আবার এমন বিচক্ষণ ও তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন হয় যে,নিজে কারও কাছ থেকে ধোঁকার শিকারও হয় না।কেননা ধোঁকা মুসলমানদের আদর্শ নয়।


১০.আদর্শ মুমিন পুরুষ কপট ও সংকীর্ণ মানসিকতার হতে পারে না।বরং কিছু ক্ষেত্রে সে একদমই সহজ সরল ও উদার হবে।


No comments:

Post a Comment