Wednesday, July 30, 2025

অনুপ্রেরণামূলক ও হৃদয় ছুঁয়ে যাওয়া কথা♥️

♥️ অনুপ্রেরণামূলক ও হৃদয় ছুঁয়ে যাওয়া কথা♥️


“নিজেকে হার মানাবেন না। শুরুতে জিতেছেন, শেষেও জিতবেন—মাঝপথের লড়াইটাই আসল। নিজেকে সময় দিন, নিজের প্রতিভাকে চিনুন, আল্লাহকে স্মরণ করুন। মনকে জিতিয়ে দিন, জীবন আপনিই জিতে যাবেন।”

Thursday, July 10, 2025

Congratulations

 আলহামদুলিল্লাহ,  


বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সভাপতি, পটুয়াখালী ওয়ায়েজীয়া কামিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্য, আলহাজ্ব কাজী মাওঃ শাহ মোঃ নেছারুল হক সাহেব বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হওয়ায়  


দিনাজপুর জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।


আমরা তাঁর এই সাফল্যে গর্বিত এবং তাঁর দীর্ঘজীবন, সুস্থতা ও আরও সাফল্য কামনা করি।  

আল্লাহ যেন তাঁকে দ্বীনি ও সামাজিক খেদমতে আরও বরকত দান করেন।🤲